শিরোনাম
◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে : হাসনাত আব্দুল্লাহ  ◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর ◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ◈ তুরস্কের ক্ষমতাসীন দলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

‘এটা বড় রানের মাঠ। আমরা তিনশ’ প্লাস রানের কথা ভাবছি।’ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনই গল্প দিয়েছিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে তার শিষ্যরা রাওয়ালপিন্ডির নিঁখাদ ওই ব্যাটিং উইকেটে আড়াইশ’ রানও করতে পারেনি। নিউজিল্যান্ডের বোলিং তোপে ৯ উইকেটে থেমেছে ২৩৬ রানে।  

শিশিরের প্রভাব থাকায় রাওয়ালপিন্ডিতে টস গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসে রান তাড়া সহজ হয়। লাহোরে যেমন ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নামে। ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও নাজমুল শান্ত ৪৫ রানের জুটি দেন। 

তানজিদ ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করে আউট হন। কিউই স্পিনার ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। ওই ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে উইকেট দেওয়ার যেন নেশা চেপে বসে বাংলাদেশের ব্যাটারদের। তাওহীদ হৃদয় ক্রিজে ধুঁকে ধুঁকে ২৪ বল খেলে ৭ রান করে ব্রেসওয়েলের বলে ক্যাচ দেন। 

মুশফিকুর রহিম ক্রিজে এসেই স্লগ সুইপে বড় শট খেলে ২ রান করে ক্যাচ দেন। তার মতো ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে এসে শট খেলতে গিয়ে ক্যাচ দেন মাহমদুউল্লাহও। তিনি ১৪ বলে ৪ রান যোগ করেন। তার আগে তিনে নেমে ব্যর্থ হন মেহেদী মিরাজও। নির্ভার ব্যাটিংয়ের আশা দিয়েও ১৪ বলে এক চার ও ছক্কার শটে ১৩ রান করে আউট হন এই স্পিন অলরাউন্ডার। 

ওপেনিংয়ে নেমে রান খরায় থাকা নাজমুল শান্ত এবং লোয়ারে জাকের আলী ও রিশাদ হোসেন কিছু রান করায় দুইশ’ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। সাতটি চার মারেন তিনি। জাকের ৫৫ বলে ৪৫ করে রান আউট হন। তিনটি চারের সঙ্গে এক ছক্কা মারেন তিনি। রিশাদ ২৫ বলে ২৬ রান যোগ করেন। 

নিউজিল্যান্ডের স্পিনার ব্রেসওয়েল ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তিনি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ২৭ ওভারের মধ্যে নিজের দশ ওভার শেষ করেন। উইলিয়াম ও’রোর্কি ১০ ওভারে ৪৮ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাট হেনরি ও কাইল জেমিনসন একটি করে উইকেট নেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়