কারাতে-১ সিরিজ এ-লারনাকা ২০২৫-এ রোববার স্বর্ণপদক জিতেছেন ইরানের মোর্তেজা নেমাতি।
তেহরান টাইমস জানিয়েছে, পুরুষ কুমিতে -৭৫ কেজি ওজণ শ্রেণীতে ইন্ডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেট আরনেস্ট শারাফুদদিনোভের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর নেমাতি শিরোপা জিতেছেন।
ম্যাচটি একক পয়েন্টে নিষ্পত্তি হয়। নেমাতি ১-০ ব্যবধানে জয়লাভ করেন।
ইরানের ফাতেমে সাদেঘি এবং ফাতেমে সাদাতি এর আগে এই ইভেন্টে দুটি স্বর্ণপদক জিতেছিলেন।
২০২৫ কারাতে ১ সিরিজ এ ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাইপ্রাসের লারনাকায় অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ