শিরোনাম
◈ পাকিস্তানের ভাগ্যটা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত! ◈ ৬ মাসেও ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা, তাহলে রেখে কি লাভ : দুদু ◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় লাস পালমাসকে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা জিতলেও আক্রমণে পিছিয়ে ছিলো না লাস পালমাস। গোলেরও সুযোগ পেয়েছিলো একাধিক কিন্তু কাজের কাজটি তারা করতে পারেনি। ফলে পরাজয় স্বীকার করেই মাঠ ছাড়তে হয় পালমাসকে। বার্সেলোনার জয়ে লা লিগার শিরোপার লড়াই জমে উঠেছে। 

আগের ম্যাচ ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই শীর্ষস্থান ছেড়ে দিতে হলো তাদের। লাস পালমাসকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এস্তাদিও দে গ্রান ক্যানারিয়ায়  স্বাগতিক লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। বদলি নামা দানি ওলমো এবং ফেরান তোরেস বার্সার পক্ষে গোল দুটি করেন।

এবারের লিগে প্রথম সাক্ষাতে তেতো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল হ্যান্সি ফ্লিকের দল। ফিরতি দেখাতেও লাস পালমাসের জমাট রক্ষণের সামনে ভুগতে হয়েছে বার্সাকে। বিপরীতে স্বাগতিকরা বেশ আতঙ্ক ছড়াচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে কাতালান জায়ান্টরা।

প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগটি পায় স্বাগতিকরাই। কিন্তু স্তেফান বাজেটিচের শট ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক ভয়চেক সেজনি। এর দুই মিনিট পর লেভানদোভস্কির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ষষ্ঠ মিনিটে ফ্রি-কিকও কাজে লাগাতে পারেননি এই পোলিশ স্ট্রাইকার।

১৪ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো লাস পালমাস। কিন্তু সান্দ্রো রামিরেজের শট কর্নারের বিনিময়ে ঠেকান সেজনি। সেই কর্নার থেকে মিক্যা মার্মারের শট জুলস কুন্দের পায়ে লেগে বাইরে চলে যায়। ২৫ মিনিটে পালমাসের আলবার্তো মোলেইরার শট এবং ৩২ মিনিটে বার্সার লামিনে ইয়ামালের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

৬১ মিনিটে ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তবে পরের মিনিটেই চমৎকার হেডে ডেডলক ভাঙেন বদলি নামা ওলমো। ইয়ামালের পাস নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান এই স্প্যানিশ উইঙ্গার। চলতি মৌসুমে লিগে ১৫ ম্যাচে ৬ গোল করেছেন ওলমো।

৭১ মিনিটে ইয়ামালের আরেকটি ক্রসে লেভানদোভস্কির হেড ঠেকিয়ে দেন পালমাসের গোলরক্ষক। ২ মিনিট পর ফের আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি।

৮০ মিনিটে স্বাগতিকদের অ্যালেক্স সুয়ারেসের শট বার্সার ডি-বক্সে এরিক গার্সিয়ার হাতে লাগলে পেনাল্টির আবেদন করে তারা। এই নিয়ে মাঠে বেশ উত্তেজনাও দেখা দেয়। যে কারণে হলুদ কার্ড দেখেন সুয়ারেস ও বার্সার ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে রেফারি ভিএআর দেখে পেনাল্টির সম্ভাবনা নাকচ করে দেন। আক্রমণ তৈরির সময় শুরুতেই অ্যালেক্স মুনোস অফসাইডে ছিলেন।

নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে বদলি হিসেবে নামেন তোরেস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে গোল করেন তিনি।

এই জয়ে ২৫ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে তিনে। ২৫ ম্যাচে ৫ জয় ও ৮ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে লাস পালমাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়