শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতলেতিকোকে পেলো রিয়াল, বার্সার প্রতিপক্ষ বেনফিকা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পা রাখা রিয়াল মাদ্রিদ কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। অন্যদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে পেয়েছে বার্সেলোনা।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা লিভারপুরের প্রতিপক্ষ পিএসজি। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে দুই লেগ মিলিয়ে স্বদেশি ক্লাব ব্রেস্তের জালে ১০ গোল দেয় ফরাসি চ্যাম্পিয়নরা। অলআউট স্পোর্টস

ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বদেশি ক্লাব বায়ার লেভারকুজেনকে। গত মৌসুমে তাদের কাছে টানা ১১ মৌসুম পর বুন্ডেসলিগার শিরোপা হারিয়েছিল বায়ার্ন। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ফরাসি দল লিলের বিপক্ষে।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান খেলবে আরেক ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে। অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ বেলজিয়ান দল ক্লাব ব্রুজ। আগামী ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে শেষ ষোলোর প্রথম লেগের লড়াই। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ।

শেষ ষোলোর ড্র:

পিএসজি - লিভারপুল

রিয়াল মাদ্রিদ- আতলেতিকো মাদ্রিদ

ফেইনুর্ড - ইন্টার মিলান

বরুশিয়া ডর্টমুন্ড - লিল

ক্লাব ব্রুজ - অ্যাস্টন ভিলা

পিএসভি আইন্দহোভেন – আর্সেনাল

বায়ার্ন মিউনিখ - বায়ার লেভারকুজেন

বেনফিকা - বার্সেলোনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়