শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনার শিকার সৌরভ গাঙ্গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার এক বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। বর্ধমানের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দান্তনপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

একটি লরি হঠাৎ গাঙ্গুলির গাড়ি বহরের সামনে চলে আসায় তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষতে বাধ্য হন। এর ফলে পেছনের গাড়িগুলোর একের পর এক তার গাড়িতে আঘাত করে। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে কনভয়ের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। গাঙ্গুলিকে প্রায় ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়, এরপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন।

এই অস্বস্তিকর ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। তিনি শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং তার ক্রিকেট ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। শান্ত স্বভাব ও নেতৃত্বগুণের জন্য পরিচিত গাঙ্গুলি এ ঘটনাকেও স্বাভাবিকভাবেই সামাল দেন এবং তার পেশাদার দায়িত্ব পালন করেন।

ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতা ছাড়াও সৌরভ গাঙ্গুলি বর্তমানে নারীদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পান। এই পদে তিনি দিল্লি ক্যাপিটালস নারী দলের কার্যক্রমসহ সব ক্রিকেট কার্যক্রম দেখভাল করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়