স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সব দল। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র।
তবে এবারের ড্র পুরোপুরি উন্মুক্ত নয়। লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। আর এ কারণেই শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে গেছে ক্লাবগুলো।
ওই দুই দলের কোনটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ড্রতে, নির্ধারিত হবে সেটিই। এ মৌসুমে এরপর আর কোনো ড্র নেই। এরপর কে কোন পথে ফাইনালে যেতে পারে, তা নির্ধারিত হয়ে গেছে আগেই।
আপনার মতামত লিখুন :