শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানালো

স্পোর্টস ডেস্ক : বুধবার ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। হাইব্রিড মডেলের আসর হওয়ায় এবার পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মূলত, গ্রুপ পর্ব ও নকআউট স্টেজে ভারতের ম্যাচগুলো গড়াবে দুবাইতে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করা হয় ব্রিটিশ হাইকমিশনের ভেরিয়ায়েড পেজ থেকে। সেখানে বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায় সারাহ কুককে।
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের পর বাকি দুটি ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে নাজমুল শান্তর দল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে একটিমাত্র জয় রয়েছে বাংলাদেশের। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর গত ১৮ বছরে ভারতের বিপক্ষে বৈশ্বিক আসরে মেন ইন ব্লু’দের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ।
  

  • সর্বশেষ
  • জনপ্রিয়