শিরোনাম
◈ “আমাদের চিনিস? আমরা কে?”, উত্তরায় পথচারী দম্পতির উপর হামলায় গ্রেফতার ৫  ◈ দাবি না মানায় কু‌য়েটের প্রশাসনিক-একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা ◈ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ ◈ বস্তায় ভরে ‘গোপন নথি’ আত্মীয়ের বাসায় পাঠিয়েছিলেন সাবেক আইজিপি শহিদুল, যা জানা গেল ◈ পহেলা বৈশাখে রমনার বটমূলে '১০০ গরু জবাইয়ের' হুমকি, যা বললেন উপদেষ্টা (ভিডিও) ◈ লংমার্চ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই অভ্যুত্থানে আহত ও স্বজনরা (ভিডিও) ◈ মৃত্যুর গুজবের মধ্যে ট্রাইব্যুনালে আইনজীবী পান্না! ◈ বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস ইতালির ◈ আমাদের পুরাতন পেশায় ফিরে গেলে কারাগারের একটি ইট ও থাকবে না : জামায়াত নেতা গোলাম কিবরিয়া ◈ ভারতের জন্য নির্ধারিত২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান ট্রাম্পের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে জায়গা হলো না সাকিবের

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ধরে রাখেনি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আর হাসানকে। আসন্ন মৌসুমের জন্য ক্লাব কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়েছে। সবশেষ মৌসুমে তিনি দলটির হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন, যেখানে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। শুধু সাকিব নন ডেভিড মিলার, জেসন রায় ও অ্যাডাম জাম্পাকেও দলে রাখেনি নাইট রাইডার্স। তবে তারা মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে। তারা হলো- আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন।

প্রসঙ্গত, সাকিবের ক্যারিয়ার বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বোলিং অ্যাকশন পরীক্ষায় দুইবার ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তাই আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে দেখা যাচ্ছে না।

এদিকে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সময় দেশের হয়ে খেলার সুযোগ পাননি সাকিব। কয়েকটি মামলার কারণে বর্তমানে দেশের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

এদিকে সাকিবের সঙ্গে টি-টেন লিগে কাজ করা ভিডিও বিশ্লেষক শেখ মহসিন জানিয়েছেন, এখনো কোনো লিগে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেননি সাকিব। সম্প্রতি তাকে দুবাই ও ইংল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ড্রাফট। সেখানে কোনো দল সাকিবকে দলে নেবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়