শিরোনাম
◈ দুই হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬ হাজার কোটি টাকা জব্দ ◈ আজ কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান ◈ মারণাস্ত্র ও ছররা গুলি নিষিদ্ধ চান ডিসিরা ◈ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ ◈ রাজাকার গালি নয়, অ্যাওয়ার্ড হয়ে গেছে: মিজানুর রহমান আজহারি ◈ চাপানোর ক্ষমতা আমাদের নেই, কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়: প্রধান উপদেষ্টা ◈ জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচন চায় আগে ◈ বাংলাদেশি ৫ কৃষককে সীমান্তে বিএসএফের মারধর, বিজিবির কড়া প্রতিবাদ ◈ হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রস্তুতি! ◈ অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে জায়গা হলো না সাকিবের

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ধরে রাখেনি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আর হাসানকে। আসন্ন মৌসুমের জন্য ক্লাব কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়েছে। সবশেষ মৌসুমে তিনি দলটির হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন, যেখানে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। শুধু সাকিব নন ডেভিড মিলার, জেসন রায় ও অ্যাডাম জাম্পাকেও দলে রাখেনি নাইট রাইডার্স। তবে তারা মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে। তারা হলো- আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন।

প্রসঙ্গত, সাকিবের ক্যারিয়ার বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বোলিং অ্যাকশন পরীক্ষায় দুইবার ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তাই আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে দেখা যাচ্ছে না।

এদিকে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সময় দেশের হয়ে খেলার সুযোগ পাননি সাকিব। কয়েকটি মামলার কারণে বর্তমানে দেশের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

এদিকে সাকিবের সঙ্গে টি-টেন লিগে কাজ করা ভিডিও বিশ্লেষক শেখ মহসিন জানিয়েছেন, এখনো কোনো লিগে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেননি সাকিব। সম্প্রতি তাকে দুবাই ও ইংল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ড্রাফট। সেখানে কোনো দল সাকিবকে দলে নেবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়