স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে অফের প্রথম লেগে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখ্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মরিনহোর দল ফেনারবাচে। প্রথম হাফে ডুসান তাদিচ ও ইডেন জেকো দলকে এগিয়ে দেন। দ্বিতীয় হাফের শুরুতেই গোল করেন ইউসুফ এন-নেসিরি। এই সহজ জয়ে নকআউট পর্বে এক পা দিয়ে রাখল ফেনারবাচে।
এদিকে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ডাচ ক্লাব আয়াক্স এবং স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। ইউএসজিকে ২-০ গোলে হারিয়েছে আয়াক্স। আর সোসিয়েদাদ ২-১ গোলে জয় পেয়েছে এফসি মিডটজিল্যান্ডের বিপক্ষে।
রাতের বড় অঘটনের নাম তুর্কিশ ক্লাব গালাতাসারাই। ডাচ ক্লাব এজেড আলকমারের কাছে ৪-১ গোলে উড়ে গেছে তারা। এদিকে হাইভোল্টেজ ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে পোর্তো ও রোমার ম্যাচটি।
আপনার মতামত লিখুন :