শিরোনাম
◈ মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর নির্দেশ খাদ্য উপদেষ্টার ◈ সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া ◈ ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী ◈ ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি ◈ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা (ভিডিও) ◈ সব ধরনের শিল্পেই বাড়ছে গ্যাসের দাম! ◈ ৯৯৯ সেবা ইংরেজি ভাষায়ও পাওয়া যাবে ◈ শিক্ষকদের ওপর আজও পুলিশের জলকামান-লাঠিচার্জ, আন্দোলন থেকে ১৪ জন আটক (ভিডিও) ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি ◈ আয়নাঘরে নির্যাতনে জড়িতদের চাকুরিচ্যুত করার আহবান চিফ প্রসিকিউটরের (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে যে সব দেশের নক্ষত্র ছিটকে পড়লো

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। আসর শুরুর আগেই বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা বিভিন্ন ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাই বলা হয়ে থাকে নক্ষত্র পতনের আসর যেনো চ্যাম্পিয়নস ট্রফি। সে ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেন মিচেল স্টার্ক। সবমিলিয়ে ১২ ক্রিকেটারের পরিবর্তন এনেছে ছয় দল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়া স্কোয়াডে ৫ পরিবর্তন। 
চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দলে এবার যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। ইনজুরি, অবসর, ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার সবই দেখেছে অজিরা। মূল দলের তাই এক তৃতীয়াংশই নেই পরিবর্তিত দলে।

যে পেস অ্যাটাক ভূমিকা রেখেছিল ২০২৩ বিশ্বকাপ জয়ে তাদের কেউ নেই চ্যাম্পিয়নস ট্রফিতে। ইনজুরি আক্রান্ত প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের পর ব্যাক্তিগত কারনে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শ, মার্কাস স্টয়নিসও ছিটকে গেছেন আগেই। শন অ্যাবট, বেন ডোয়ারসুইজ, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসনের মত অস্ট্রেলিয়ার স্কোয়াডে নতুন নাম তানভির সাংহা। অজিদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ।

সবমিলে ৬ দেশ বাধ্য হয়েছে স্কোয়াডে পরিবর্তন আনতে। ১২ ক্রিকেটার বদলে ফেলতে হয়েছে। অষ্ট্রেলিয়ায় ৫ ছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকার দুজন করে, ইংল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানে এসেছে এক পরিবর্তন।
ভারতের ক্ষতিটাও কম নয়। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বোলার জসপ্রিত বুমরাহ আর ওপেনিংয়ে ভরসার নাম যশস্বী জয়সোয়াল বাদ পড়েছেন ইনজুরিতে। এ দু’ক্রিকেটারের বদলি হারশিত রানা ও বরুন চক্রবর্তী।

চূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার ডেডলাইনে এসে দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। আল্লাহ মোহাম্মদ গজনফর ছিটকে গেছেন ইনজুরিতে। এ স্পিন বিস্ময়ের বদলি নানগায়েলিয়া খোরাতে।

এক এনরিখ নর্কিয়ার বদলি দুজন হয়েছেন দক্ষিণ আফ্রিকা দলে। শুরুতে জেরাল্ড কোয়েটজেকে নেয়া হলেও পরে তারও ইনজুরিতে এসএ টোয়েন্টি মাতানো করবিন বোশে ভরসা প্রোটিয়াদের।

ইংল্যান্ড আর পাকিস্তান স্কোয়াডের পরিবর্তন আগেরটাই। জ্যাকব ব্যাথেলের জায়গায় টম বেন্টন আর সায়েম আইয়ুবের বদলী সৌদ শাকিল। ইনজুরি আক্রান্ত হারিস রউফকে রেখে দিয়েছে ম্যান ইন গ্রিনরা। অপরিবর্তিত স্কোয়াড নিউজিল্যান্ডের। তবে লকি ফার্গুসন আর রাচীন রবীন্দ্রকে ইনজুরির ঝুঁকি নিয়েই রেখে দিয়েছে ব্ল্যাক ক্যাপরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়