স্পোর্টস ডেস্ক : বিপিএল শেষ হতেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের শুরু হয় চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন। এর পরই দুবাইয়ের উড়াল দিবে তারা। এরই মধ্যেই তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পড়াশোনায় মনযোগী হতে যাচ্ছেন। স্নাতক ডিগ্রি অর্জনের জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন তিনি।
বিপিএল শেষে মেহেদী হাসান মিরাজ এখন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ছাড়বেন দেশ। এর মাঝের সময়ে মিরাজ তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলেন। সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।
সাউথইস্ট ইউনিভার্সিটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মিরাজকে স্বাগত জানিয়ে লিখে, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ তার স্নাতক ডিগ্রি অর্জনের জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।
আমরা তাকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তার শিক্ষাগত আকাঙ্খার সঙ্গে তার ক্রিকেটিং ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখার জন্য তাকে শুভ কামনা করি।
আপনার মতামত লিখুন :