স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের ছোট টার্গেট তাড়ায় ব্যাটারদের ব্যর্থতায় ১৬৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে তাদের হার ৪৯ রানে। আগে ব্যাট করতে নেমে ২১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১২৭ রানের ইনিংস খেলেছেন চারিথ আসালাঙ্কা। এছাড়াও ৩৪ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন দুনিথ ভেল্লালাগে। কুশল মেন্ডিস ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি।
এরপর শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন জানিথ লিয়ানাগে। ২৯ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৯ ওভারে ৬১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন শন অ্যাবোট। দুটি করে উইকেট নিয়েছেন স্পেনন্সার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস। - ডেইলি ক্রিকেট
রান তাড়ায় ৩১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম চার ব্যাটারের মধ্যে শুধুমাত্র স্টিভেন স্মিথ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরে রান (১২)।
মারনাস লাবুশেন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি। এরপর চেষ্টা করেছিলেন অ্যালেক্স ক্যারি ও অ্যারন হার্ডি। তবে ক্যারির (৩৮ বলে ৪১) আর হার্ডির (৩৭ বলে ৩২) অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।
শ্রীলঙ্কার হয়ে ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মাহিশ থিকসানা। দুটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে।
আপনার মতামত লিখুন :