শিরোনাম
◈ গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী: জাতিসংঘের প্রতিবেদন ◈ আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ আমি কি সেটা আমি সাত দিন পর দেখাব, বিপ্লবী ছাত্র-জনতা আমার সঙ্গে রয়েছে : কাফি (ভিডিও) ◈ ডিজিএফআইয়ের সেই দুই টর্চারসেল চিনতে পারার কথা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ-আসিফ ◈ এ বছর ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার আহ্বান মৎস্য উপদেষ্টার! ◈ আয়না ঘর দেখতে গেলেন প্রধান উপদেষ্টা ◈ যুক্তরাষ্ট্রে অনাগত সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হাজারো ভারতীয় অভিবাসীরা ◈ গরুর লাম্পি স্কিন টিকা আবিষ্কার হলো দেশেই, খরচ ৭০ টাকা ◈ নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন হাসনাত-সারজিসসহ অন্যরা ◈ দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশীরা!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন থাকতে চান রদ্রিগো, সৌদি আরবের প্রস্তাবে আগ্রহ নেই

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান রদ্রিগো চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে আছেন। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসুস জুনিয়রদের সঙ্গে সমান তালে দলের হয়ে গোল করে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পেয়েছিলেন সৌদি প্রো লিগ থেকে মোটা অঙ্কের প্রস্তাবও। তবে লা লিগার দলটিতেই দীর্ঘদিন থাকতে চাওয়ার কথা জানিয়েছেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রদ্রিগো ৩১ ম্যাচে ১২ গোল করেছেন এবং ৮টি গোলে সহায়তা করেছেন। মৌসুমের মাঝপথে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, সৌদি আরবের ক্লাবগুলো থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে মাঠে নামার আগে এই প্রসঙ্গে রদ্রিগো জানান, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।

ম্যাচের আগেরদিন সোমবার সংবাদ সম্মেলনে রিয়ালের এই ফরোয়ার্ড বলেন, সৌদির প্রস্তাবের শর্তগুলো নিয়ে আমার বাবা, যিনি আমার এজেন্ট, এবং ক্লাব আলোচনা করেছে। আমি বিস্তারিত কিছু জানি না। তবে অন্য ক্লাবগুলোর আগ্রহের জন্য কৃতজ্ঞ।

আমি এখানে (রিয়াল) অনেকদিন ধরে আছি এবং খুবই খুশি। আমি সবসময় বলি, চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সি গায়ে খেলাই সবচেয়ে বিশেষ কিছু। ২০১৯ সালের জুনে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রিয়ালে যোগ দেন রদ্রিগো। চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়