স্পোর্টস ডেস্ক : দুর্বার রাজশাহী এবারের বিপিএলে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। মাঠের ক্রিকেটে মোটামুটি ভালো করলেও ফ্র্যাঞ্চাইজি মালিক যেন নেমেছিলেন বিতর্কের জন্ম দিতে। যার কারণে টুর্নামেন্ট শেষে তাকে ডিবি হেফাজতে নেওয়ারও ঘটনা ঘটেছে। তারপরও ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক দেননি শফিকুর রহমান।
ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দুর্বার রাজশাহীর ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমানও যুব ও ক্রীড়া উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বকেয়া পরিশোধের। - ডেইলি ক্রিকেট
ডিবির কাছে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ক্রিকেটারদের সম্মানীর দ্বিতীয় ২৫ শতাংশ পরিশোধ করেন তিনি। অর্থাৎ অনেক জল ঘোলা হওয়ার পর তাসকিন আহমেদদের চুক্তির ৫০ শতাংশ টাকা দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল ৭ ও ১০ ফেব্রুয়ারি বাকি ৫০ শতাংশ টাকা দেওয়া হবে।
সরকারের বেধে দেওয়া সময় শেষ হয়েছে গতকাল ১০ ফেব্রুয়ারি। কিন্তু সরকারের নিদের্শনার তোয়াক্কা করেননি শফিকুর রহমানের। দেশের প্রথমসারির একটি গণমাধ্যমকে রাজশাহীর এক ক্রিকেটার বলেছেন, এখনো তারা বাকি টাকা পাননি। এমনকি ঐ প্রতিবেদক ফ্র্যাঞ্চাইজি মালিককে ফোন দিলেও সেটি ধরেননি শফিকুর। এখন দেখার বিষয়, রাজশাহী মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সরকার।
আপনার মতামত লিখুন :