নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এবারের আসরের স্বাগতিক বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। সে দেশে ভারত খেলতে রাজি না হওয়ায় তাদের প্রতিটি ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ¤্রাচ খেলবে ভারতের বিরুদ্ধে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ক্যাম্প করছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকারদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারে এমন বিশ্বাস থাকতে হবে প্লেয়ারদের মধ্যে। সৌম্য সরকার-তানজিদ হাসান তামিমরা নিজেদের সেরাটা দিতে পারলে খুব ভাল সম্ভাবনা রয়েছে ট্রফি জয়ের। এমনটাই মনে করেন সিমন্স।
তিনি বলেন, এই বিশ্বাস না থাকলে আমি এখানে থাকতাম না। আপনি যেকোনো টুর্নামেন্টেই যান না কেন, নিজের সেরা প্রস্তুতি নিয়ে নিজের সেরাটা খেলতে চাইবেন। আমি এটাই করতে চাই, প্রতিবার। ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ ভালো না হলেও আমরা শেষটা ভালো করেছি। আমি মনে করি আমাদের খুব ভালো সম্ভাবনা আছে, যদি সামর্থ্যরে সবটা দিতে পারি।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তাই দুবাইয়ে প্রথম ম্যাচ দিয়ে হবে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।
ওয়েস্ট ইন্ডিজে সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এরপর আর ওয়ানডেতে মাঠে নামা হয়নি টাইগারদের। তবে কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছে না বাংলাদেশ। দুবাইয়ে ভালো শুরুর দিকে তাকিয়ে সৌম্য-শান্তরা। সিমন্স বলেন, 'প্রথম প্রস্তুতি দুবাই নিয়ে। রাইট ফ্রেম অব মাইন্ড পেলে, দুবাইয়ে ভালো শুরু পেলে ভালোই হয়। ওখানকার কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো।
আপনার মতামত লিখুন :