শিরোনাম
◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭ ◈ প্রতিশোধের চক্র ভেঙে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বিজিবির কড়া প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ ◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হাসান মাহমুদ যাবেন দলের সঙ্গে, ফিরবেন একা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাতীয় দল ঘোষণা করে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় চমক ছিলো স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া। 

এবার জানা গেলো পেসার হাসান মাহমুদকে দলের সঙ্গে নেয়া হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরু হলেই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে আছেন চার পেসার। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। হাসান সর্বশেষ বিপিএলে দারুণ বোলিং করেছেন। সেই পারফরম্যান্স বিবেচনাতেই দলের সঙ্গে যাচ্ছেন হাসান।

আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

২৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ভারতের আপত্তির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। ফাইনাল ম্যাচের জন্য পাকিস্তানকেই ভেন্যু রাখা হয়েছে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইতেই।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়