শিরোনাম
◈ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের কোনো লাভ হবে? ◈ আ.লীগ-ছাত্রলীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না: নাহিদ ইসলাম (ভিডিও)  ◈ নির্বাচন কবে? নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর: প্রেস সচিব (ভিডিও) ◈ দুবাইয়ে চালু হলো অভিনব রেল বাস ◈ বুকস্টলে বাগবিতন্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহবায়ক কমিটি গঠন ◈ সোনার দাম বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ  ◈ সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, যে আলোচনা হলো ◈ সাবেক এমপি অ্যাডভোকেট মজিদ খান গ্রেফতার ◈ ফেনীতে জামায়াত নেতা বহিষ্কার, নেপথ্যে যা জানা গেল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়ের পরাজয়

স্পোর্টস ডেস্ক : নিজের মাঠেই ধরাশায়ী জিম্বাবুয়ে। তাও আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৬৩ রানে হেরেছে স্বাতিকরা। বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনেই ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল। পঞ্চম দিনে শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে ৬৩ রানের জয় পেয়েছে সফরকারী আয়ারল্যান্ড। জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করা জিম্বাবুয়ে চতুর্থ দিন শেষ করে ৬৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। পঞ্চম দিনে আরও ১৮.৩ ওভার খেলে আরও ৪৫ রান যোগ করে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ২২৮ রানে থামে তাদের ইনিংস।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৬০ রানের জবাবে ২৬৭ রান করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড তোলে ২৯৮ রান। ঘরের মাঠে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯২ রান।

টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম ৭ ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই ব্যর্থতা পেছনে ফেলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ও জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় তারা। এবার পেল টানা তৃতীয় জয়ের স্বাদ।

পঞ্চম ও শেষ দিনে আয়ারল্যান্ডের দরকার ছিল ৩ উইকেট, জিম্বাবুয়ের ১০৯ রান। জিম্বাবুয়ে করতে পারে ৪৫ রান। দ্বিতীয় ইনিংসে বল হাতে আয়ারল্যান্ডকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেওয়ায় সবচেয়ে বড় অবদান ম্যাথু হামফ্রেজের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৭ রানে একাই এই স্পিনার নিয়েছেন ৬ উইকেট।

তবে প্রথম ইনিংসে অপরাজিত ৯০ রানের পর ৫৯ রানে ৩ উইকেট নেওয়া ম্যাকব্রাইনই আইরিশদের জয়ের আসল নায়ক। জিম্বাবুয়ের হয়ে একই লড়াই করছেন ওয়েসলি মাধেভেরে। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার অআগে এই মিডলঅর্ডার ৮ চারে ১৯৫ বলে করেছেন ৮৪ রান। ইনিংসে আর কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ। ম্যাচসেরা অ্যান্ডি ম্যাকব্রিন প্রথম ইনিংসে ৯০ রানের পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন। 
এবার দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এই মাঠেই আগামী শুক্রবার হবে সিরিজের প্রথম ওয়ানডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়