শিরোনাম
◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭ ◈ প্রতিশোধের চক্র ভেঙে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বিজিবির কড়া প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ ◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও) ◈ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি: স্টেফান লিলার ◈ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যালেঞ্জ বেশি: অধিনায়ক বাভুমা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়নস ট্রফি তুলনামুলক কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে মোট আটটি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলায় প্রতিটি দল পায় তিনটি করে ম্যাচ। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনাল। তাই গ্রুপ পর্বে একটি ম্যাচ হারলেও শঙ্কা থাকে বাদ পড়ার। - ডেইলি ক্রিকেট

অন্যদিকে গত ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দশটি দল। লিগ পদ্ধতিতে প্রতিটি দল ম্যাচ খেলেছে নয়টি করে। পয়েন্ট তালিকার সেরা চারে থাকা দল খেলেছে সেমিফাইনাল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র তিন ম্যাচ পাওয়ায় বিষয়টিকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অনেকেই। তাদেরই দলে বাভুমা।

প্রোটিয়া এ অধিনায়ক বলেছেন, বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। সিরিজটি পাকিস্তানে হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন বাভুমা।

তিনি বলেন, এই ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানে আমাদের দল গুছিয়ে নেওয়ার জন্য ভালো সুযোগ এনে দিয়েছে। একই সঙ্গে তরুণদের জন্যও এটা ভালো একটা মঞ্চ। চ্যাম্পিয়নস ট্রফিতে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়