শিরোনাম
◈ প্রতিশোধের চক্র ভেঙে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বিজিবির কড়া প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ ◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও) ◈ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আশা করছে ইউএনডিপি: স্টেফান লিলার ◈ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮ ◈ শাহবাগে আজও প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এবারও বিদেশি ক্রিকেটার নেই ঢাকা প্রিমিয়ার লিগে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটার হিসাবে ডেভিড মালানের পরিচয় ছিলো। দক্ষিণ আফ্রিকা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে খেলেন মিডলেক্সে। ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০১৩-২০১৪ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এলেন প্রাইম দোলেশ্বরে। পেস বোলিংয়ে দারুণ খেললেও স্পিনে ছিলেন দুর্বল। প্রিমিয়ার লিগের ওই আসর খেলে মালান শিখে যান স্পিন কিভাবে খেলতে হয়।

শুধু সেবারই নয়, মালান পরবর্তী আসরেও খেলেছিলেন প্রাইম দোলেশ্বরের হয়ে। উপমহাদেশের কন্ডিশনে নিজের খেলার উন্নতির জন্য ঢাকা লিগের প্রতি মালান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সব সময়ই।

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কিছুদিন আগে ‘উদ্ভট’ মন্তব্য করেছিলেন ভারতীয় স্পিন অলরাউন্ডার পারভেজ রসুল, আইপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতা বেশি। মালানের ঢাকা লিগের প্রতি কৃতজ্ঞতা কিংবা পারভেজ রসুলের মন্তব্য এমনি এমনিই আসেনি। ঢাকা লিগের উত্তেজনা, রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বীতা এতোটাই বেশি ছিল যে এই লিগের গুণগান করেছেন সব বিদেশি ক্রিকেটাররা।

লিগে বড় আমেজ থাকে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। একটা সময়ে তিনজন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পেত। আর শেষ কয়েক বছরে ঢাকার ক্লাব ক্রিকেটে একজন বিদেশি অংশগ্রহণের সুযোগ পেত।  প্রতিযোগিতার গত আসর থেকে বিদেশি ক্রিকেটারকে খেলানোর রীতি বাদ দিয়েছে সিসিডিএম। এবারও সেই একই সিদ্ধান্তে অটল আয়োজকরা। জানা গেছে, ক্লাবগুলোর চাওয়ার প্রেক্ষিতে বিদেশি ক্রিকেটার না খেলানোর সিদ্ধান্ত সিসিডিএমের। তাতে সব আলো থাকছে স্থানীয় ক্রিকেটারদের ওপর।

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ৩ মার্চ মাঠে গড়াবে। প্রিমিয়ার লিগের ১২ ক্লাব নিয়ে তিন ভেন্যুতে হবে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতা। এজন্য দলবদল হবে আগামী ২২-২৩ ফেব্রুয়ারি। সিসিডিএমের সমন্বয়ক মহিউদ্দিন বিল্লাহ রাসেল এ খবর নিশ্চিত করেছেন। জাতীয় দলের ক্রিকেটাররা সেই সময়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশের বাইরে থাকবেন। তারা এরই মধ্যে দলবদল করে ফেলেছেন বলে খবর। কেবল তাদের দলবদলের ফর্ম সিসিডিএমকে জমা দেবে ক্লাব কর্তৃপক্ষ।

তারকা ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ আগের থেকেই আছেন এই দলে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন আবাহনীর হয়ে। আবাহনী শেষ কয়েক বছর ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। দেশের ক্ষমতার পালাবদলে দলটি সেই অবস্থায় নেই। লিটন, তাসকিন, তানজিম সাকিব, তানভীর ইসলামরা এরই মধ্যে নতুন দল নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়