শিরোনাম
◈ বাধার মুখে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে ফিরে এল র‍্যাব ◈ জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত ◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা ◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও) ◈ রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক (ভিডিও) ◈ পুলিশ ও আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ পূর্ণ সক্ষমতায় আদানিকে বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের ◈ জনতা কোথায়, ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভ্যুলিউশন : অ্যাডভোকেট সুব্রত চৌধুরী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বরিশালে গিয়ে তামিম ইকবালের অনুভূতি, আমি এতো মানুষ জীবনেও দেখিনি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ফাইনালে শিরোপা জয়ের পরই অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন তারা ট্রফি নিয়ে যাবেন বরিশালে। সেই কথা রাখতেই পুরো দল নিয়ে নিজেদের শহরে গিয়েছিল ফরচুন বরিশাল। দলটির ক্রিকেটারদের বরণ করে নিতে বরিশালের বেলস পার্কে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। নির্ধারিত সময়ের আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন দলটির ভক্ত সমর্থকরা।

যদিও ভীরের কারণে জোড়া ট্রফি নিয়ে মঞ্চে উঠতে উঠতে বেজে যায় বিকেল ৪টা। ভ্যাপসা গরম ও উৎসুক জনতার চাপে অল্প কিছুক্ষণের মধ্যে প- হয়ে যায় ফরচুন বরিশালের ট্রফি ট্যুর ও কনসার্ট। অল্প কিছুক্ষণের জন্য দর্শকদের উদ্দেশে ট্রফি উঁচিয়ে ধরে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তামিম-মুশফিক-শান্তরা। বরিশালের ভক্তদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে না পেরে এক ভিডিও বার্তায় সমর্থকদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন দলটির অধিনায়ক।
তামিম বলেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে বরিশালে এসেছিলাম। দুইদিন আগেও আমরা কথা দিয়েছিলাম আমরা বরিশালে আসবো। আমাদের অনেক পরিকল্পনা ছিল এই কারণেই আমরা পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সঙ্গে কথা বলবো। প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবে। আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।

তামিম জানিয়েছেন নিরাপত্তার কারণেই তাদের দীর্ঘ অনুষ্ঠান অল্পতেই শেষ করতে হয়েছে। তামিমদের সঙ্গে শুরু থেকেই ছিলেন নিরাপত্তা কর্মীরা। তাদের পরামর্শেই দ্রুত অনুষ্ঠান ত্যাগ করেন তামিমরা। রোববার বেলা ২টার দিকে বিশেষ বিমানে গতবারের এবং এবার চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া দুটি শিরোপা নিয়ে বরিশাল বিমানবন্দরে পৌঁছায় বরিশাল দল।

তামিমদের সামনে থেকে দেখতে আগে থেকেই বিমানবন্দরে হাজির হন বরিশালবাসী। সেখান থেকে তামিমরা বিসিক শিল্প এলাকায় ফরচুন কার্যালয় উদ্দেশে রওনা হন। সেখান থেকে বেরিয়ে তামিমরা চলে যান বেলস পার্কে। সেখানে দলটির দেশি বিদেশি ক্রিকেটারদের অপেক্ষায় ছিলেন লাখো মানুষ। এতো মানুষ দেখে রীতিমতো অবাক হয়েছেন তামিম নিজেই।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমাদের স্টেজে খুব খুব কম সময় থাকতে পেরেছি আমরা। কারণ আমার জীবনে আমি এতো মানুষ একসঙ্গে দেখিনি। কম হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য। এটা একটা সময় এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না। আপনি যদি লক্ষ্য করে থাকেন, আমরা যখন বাস নিয়ে ঢুকছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের নিরাপত্তা দল থেকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয় এটা আসলে সেফ না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়