শিরোনাম
◈ অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের: আসিফ নজরুল ◈ বাংলাদেশের পাঠ্যপুস্তকে ‘অরুণাচল’ ও ‘আকসাই চীনকে’ ভারতের অংশ দেখানোয় চীনের আপত্তি ◈ জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি  ◈ ডিআইজিসহ ৩ পুলিশ সুপার আটক ◈ বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো ◈ রাতের মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস আলম (ভিডিও) ◈ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ◈ ৬৪ জেলায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি ◈ শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট ◈ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশাল বিপিএলের একাদশ আসরে টানা দ্বিতীয়বার  শিরোপা জিতেছে। দক্ষিণাঞ্চলের এই ফ্র্যাঞ্চাইজি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে। এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএলের ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে। 

এবারের আসরে দেশি-বিদেশি অনেক খেলোয়াড়ই দারুণ পারফর্ম করেছেন। তাদের মধ্য থেকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ।

টপ অর্ডার-
বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন। তিনি ৫১১ রান করেছেন। তার সঙ্গে ওপেনিংয়ে আছেন ফরচুন বরিশালের তামিম ইকবাল, যিনি ফাইনালে গুরুত্বপূর্ণ ফিফটি করে দলকে শিরোপা জেতান। তামিম আসরে ৪১৩ রান করেছেন। তিন নম্বরে রাখা হয়েছে জাকির হাসানকে, যিনি ৩৮৬ রান করেছেন। তবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৮৫) তানজিদ তামিম একাদশে জায়গা পাননি।

মিডল অর্ডার-
গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন, তাই চারে তাকে রাখা হয়েছে। স্লগার হিসেবে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

অলরাউন্ডার-
দুই পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ ও ফাহিম আশরাফ জায়গা পেয়েছেন একাদশে। খুশদীল ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন, তাই তিনি পাঁচে ব্যাটিং করবেন। ফাহিম আশরাফ নিয়েছেন ২০ উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, তাই তিনি সাত নম্বরে। তবে মেহেদী হাসান মিরাজ (৩৫৫ রান, ১৩ উইকেট) টুর্নামেন্ট সেরা হলেও একাদশে জায়গা পাননি।

স্পিন বিভাগ-
খুশদীল শাহের সঙ্গে একাদশে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রহস্য স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১৫ উইকেট নিয়েছেন।

পেস আক্রমণ-
ক্রিকইনফোর একাদশে তিন পেসার জায়গা পেয়েছেন। তারা হলেন পাকিস্তানের আকিফ জাভেদ (২০ উইকেট), বাংলাদেশের তাসকিন আহমেদ সর্বাধিক (২৫ উইকেট) এবং খালেদ আহমেদ (২০ উইকেট)।

ক্রকইনফোর বিপিএল সেরা একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়