শিরোনাম
◈ বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রেস সচিব ◈ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, একটি ফ্যাসিবাদি শক্তি : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বললো ইরান ◈ ২৭ বাংলাদেশির বাঁচার আকুতি, চাইলেন সরকারের সাহায্য ◈ পরিবারের জিম্মায় অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি ◈ ৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরে মিললো মানুষের চোখ ও চুল! (ভিডিও) ◈ ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনা ও লিভারপুলের জয়, ইন্টার মিলানের পরাজয় ◈ আ.লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে : আসিফ মাহমুদ ◈ সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার ◈ প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-জলকামান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা পুরস্কার, রানার্সআপ পাবে দেড় কোটি

নিজস্ব প্রতিবেদক : শিরোপার লড়াইয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। তার আগে আসরের প্রাইজমানি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আসরের তুলনায় এবার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের অর্থের পরিমাণ বেড়েছে। অর্থ পুরস্কার পাবে আসরের তৃতীয় ও চতুর্থ সেরা দলও। এছাড়া সেরা খেলোয়াড়, সেরা রান সংগ্রাহক, সেরা উইকেটশিকারি, সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের জন্যেও থাকছে অর্থ পুরস্কার।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা অর্থ পুরস্কার। রানার্স-আপ দল পাবে দেড় কোটি টাকা। গত আসরের তুলনায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের অর্থ পুরস্কার বেড়েছে ৫০ লাখ টাকা করে।

আসরের তৃতীয় সেরা দল পাবে ৬০ লাখ টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়া খুলনা টাইগার্স আসরে তৃতীয় হয়েছে। চতুর্থ সেরা রংপুর রাইডার্স পাবে ৪০ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। আসর সেরার দৌড়ে আছেন তামিম ইকবাল, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ।

আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারিও পাবেন ৫ লাখ টাকা করে। এবারের আসরে ১৪ ইনিংসে ৪২.৪৮ গড়ে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার মোহাম্মদ নাঈম। বাকিদের পক্ষে তাকে টপকানো সম্ভব নয়। কারণ পরের তিন জনের দল আগেই বাদ পড়েছে। পঞ্চম স্থানে থাকা গ্রাহাম ক্লার্কের চিটাগং কিংস ফাইনালে উঠলেও তিনি বেশ পিছিয়ে আছেন। ১৩ ইনিংসে তার রান ৩৮৭।

এদিকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার উঠতে পারে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদের হাতে। ১২ ইনিংসে তিনি নিয়েছেন ২৫ উইকেট। তাকে টপকে শীর্ষে যেতে হলে ফাইনালে ৬ উইকেট নিতে হবে নিকটপ্রতিদ্বন্দ্বী খালেদ আহমেদকে। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের হাতে উঠবে ৩ লাখ টাকা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়