শিরোনাম
◈ ধানমন্ডি ৩২ নম্বর থেকে জিনিসপত্র সরাচ্ছে উৎসুক জনতা (ভিডিও) ◈ এবার ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা (ভিডিও) ◈ নিয়োগ বাতিল: সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সবিচালয়ের সামনে অবস্থান, সব গেট বন্ধ ◈ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির নিশানায় রয়েছে ভারতও! ◈ প্রাথমিকের সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল ◈ ধানমন্ডি ৩২ এসে বলেছিলেন আপার বাড়ি, এরপর যা ঘটল (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার ◈ হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ৩২ নম্বর ভাংচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার ◈ এবার ৩২ নম্বর বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বললেন ফরহাদ মজহার ◈ কারাবাও কাপ থেকে আর্সেনালের বিদায়,  নিউক্যাসল ফাইনালে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাবাও কাপ থেকে আর্সেনালের বিদায়,  নিউক্যাসল ফাইনালে

স্পোর্টস ডেস্ক : নিউক্যাসল ইউনাইটেড কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আবারও আর্সেনালকে হারিয়েছে। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ২-০ গোলে জয় পায় ম্যাগপাইসরা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে জিতে কারাবাও কাপের ফাইনালে উঠলো এডি হাওই'র দল।

ম্যাচের দুইটি গোল হয় দুই হাফে। ম্যাচের সপ্তম মিনিটে আলেকজান্ডার ইসাক নিউক্যাসলের হয়ে গোল করলে তা অফসাইডে বাতিল হয়ে যায়। তবে স্বাগতিকদের লিড পেতে দেরি করতে হয়নি। ১৯তম মিনিটে জ্যাকব মারফির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরই আর্সেনালের ফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে যায়। - সময়নিউজ

দ্বিতীয় হাফের সপ্তম মিনিটে দ্বিতীয় গোল পায় নিউক্যাসল। গোলরক্ষকের ভুলে বল পেয়ে যায় নিউক্যাসল। ডিফেন্ডার ফ্যাবিয়ান শারের পাস থেকে গোল করেন অ্যান্টনি গর্ডন।

প্রথম লেগেও ২-০ ব্যবধানে জিতেছিল নিউক্যাসল। শুধু তাই নয়, নিউক্যাসলের বিপক্ষে এবারের প্রিমিয়ার লিগে প্রথম দেখায়ও হেরেছিল গানাররা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে মোট পাঁচটি ম্যাচে হারল আর্সেনাল, এর তিনটিই নিউক্যাসলের বিপক্ষে। এদিকে এফএ কাপ থেকে আগেই ছিটকে গেছে আর্সেনাল। এবার শেষ হলো লিগ কাপের পথচলাও। তবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আছে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়