শিরোনাম
◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল শেষ, দামী খেলোয়াড় খাভিছা

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল শেষ হলো। সর্বোচ্চ ৭০ মিলিয়ন ইউরোতে নাপোলি ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন খাভিছা কাভারাৎসখেলিয়া। শেষ সময়ে বার্সা থেকে নিকো গঞ্জালেসকে দলে ভিড়িয়েছে ম্যানসিটি। ধারে ঠিকানা বদলেছেন রাশফোর্ড, অ্যান্থনি, কাইল ওয়াকার, আলভারো মোরাতারা। 

গেলো কয়েক মৌসুমের ধারাবাহিক পারফরমেন্সে ইউরোপিয়ান অনেক জায়ান্টের নজরে ছিলেন কাভিসা কাভারাৎসখেলিয়া। তবে শেষ পর্যন্ত নাপোলি ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন জর্জিয়ান উইঙ্গার। চ্যাম্পিয়নস লিগ জয়ের অধরা স্বপ্ন পূরণে আক্রমণভাগে ধার বাড়াতে ৭০ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।
কাভারাৎখেলিয়া আনতে জাভি সিমন্সকে ছেড়ে দিয়েছে পিএসজি। ধারে থাকা এই ফরোয়ার্ডকে স্থায়ীভাবে দলে নিতে রেকর্ড ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে আরবি লাইপজিগকে।

জানুয়ারির মধ্যবর্তী দলবদলে, তুলনামূলক ব্যস্ত সময় পার করেছে ইতালি। তুর্কি ক্লাব গ্যালাসারের কাছে আলভারো মোরাতাকো লোনে দিয়ে, একই কায়দায় ফেইনুর্দ থেকে মেক্সিকান ফরোয়ার্ড সান্তিয়াগো জিমেনেজকে নিয়েছে এসি মিলান। মৌসুমের বাকি সময়ে জন্য ম্যানসিটি থেকে রাইটব্যাক কাইল ওয়াকারেরও নিজ ডেরায় ভিড়িয়েছে রোজেনেরি।

অ্যাটাকিংয়ে ঘাটতি পোষাতে পিএসজি থেকে কোলো মুয়ানিকে দলে টেনেছে জুভেন্টাস, সেটাও ধারে। প্রথম দুই ম্যাচে তিন গোল করে এরই মধ্যে তুরিনের ওল্ড লেডিদের আস্থার প্রতিদানও দিতে শুরু করেছে ফরাসি স্ট্রাইকার।
ইউরোপিয়ান শীতকালীন ট্রান্সফারে কিছুটা ধীরে চলো নীতিতে ছিল স্প্যানিশ ক্লাবগুলো। দলবদলের শিরোনামে উল্লেখযোগ্য নাম কেবল অ্যান্থনি সান্তোস। এ মৌসুমের বাকি সময়ের জন্য রিয়াল বেতিসের কাছে তাকে ধারে পাঠিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। আরেক স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডকে অ্যাস্টন ভিলায় পাঠিয়েছেন নতুন কোচ আমোরিম।

তবে বরাবরের মতোই খরচে একধাপ এগিয়ে ম্যানচেষ্টার সিটি। এবার ইংলিশ চ্যাম্পিয়নরা খরচ করেছে সর্বোচ্চ ১৮০ মিলিয়ন পাউন্ড। শেষদিন ৫০ মিলিয়ন পাউন্ডে পোর্তো থেকে মিডফিল্ডার নিকো গঞ্জালেসকে টেনেছে সিটিজেনস। জানুয়ারি দলবদলে যা তাদের পঞ্চম সাইনিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়