শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো হারল রংপুর, টিকে থাকল খুলনার সুপার ফোরে যাওয়ার আশা

টানা আট জয়ে সুপার ফোর নিশ্চিত করার পর রংপুর রাইডার্স টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে। বৃহস্পতিবার খুলনা টাইগার্স তাদের ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ে খুলনার সুপার ফোরে যাওয়ার আশা টিকে থাকল।

খুলনার বড় জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার নাঈম শেখ। তার সেঞ্চুরিতে খুলনা ৪ উইকেট হারিয়ে ২২০ রান তোলে।

জবাবে সৌম্য সরকার ফিফটি করলেও দলকে জয়ের পথে তুলতে পারেননি। অবশ্য রংপুরের অন্য ব্যাটররাও ব্যর্থ হয়েছেন। এতে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে আটকে যায় নুরুল হাসান সোহানের দল।

টস জিতে প্রথমে ব্যাট করা খুলনার হয়ে নাঈম শেখ ৬২ বলে হার না মানা ১১১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি ছক্কার সঙ্গে সাতটি চারের শট আসে।

খুলনা শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করে। ওপেনার মেহেদী মিরাজ ১২ বলে ২১ রান করেন। দুটি ছক্কা ও একটি চার আসে তার ব্যাট থেকে। উইলিয়াম বসিস্টো ২১ বলে ৩৬ রান যোগ করেন। মাহিদুল অঙ্কন ১৫ বলে ২৯ রানের ভালো ইনিংস খেলেন।

জবাবে খুলনার সৌম্য সরকার ৪৮ বলে ৭৪ রান করেন। তিনি ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। কিন্তু দলের দরকারের সময় ঝড় তুলতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ইফতিখার ১৫ বলে ১৯ ও শেখ মাহেদী ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।

খুলনার একাদশে ঢোকা পেসার মুশফিক হাসান দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। মোহাম্মদ নওয়াজ ১ ওভারে ৮ রান দিয়ে নেন ২ উইকেট। হাসান মাহমুদ তার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে আবু হায়দার রনি খরুচে ছিলেন। তিনি ৪ ওভারে ৫৪ রান দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়