শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো মেসির ইনটার মায়ামি জিতলো টাইব্রেকারে 

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি নতুন বছরে এ পর্যন্ত দুইটি প্রীতি ম্যাচ খেলেছে। লিওনেল মেসির দল এবার মুখোমুখি হয়েছিল পেরুর ইউনিভারসিতারিও’র। এবারও ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আগেরবারের মতো এবারও জয় মেসি-সুয়ারেজদের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিমার এস্তাদিও মনুমেন্তাল ‘ইউ’তে প্রীতি ম্যাচে ইউনিভারসিতারিওকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মায়ামি। ম্যাচের বেশিরভাগ সময়জুড়ে বল দখলে ছিল মায়ামির। তবে প্রতিপক্ষের ৭ কর্নারের বিপরীতে তারা কর্নার আদায় করে ৫টি। সমান ২টি করে হলুদ কার্ড দেখে দু’দল। একাধিক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা। - যমুনানিউজ

ম্যাচের ৭৩ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ। একই সঙ্গে লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসকেও তুলে নেয়া হয়। তাদের বদলি হিসেবে নামেন ডাভিড রুইজ, জুলিয়ান গ্রেসেল এবং রবার্ট টেইলর।

মেসি-সুয়ারেজ মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর মায়ামি আর সেভাবে আক্রমণ চালাতে পারেনি। তবে প্রতিপক্ষও তেমন জোরাল সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত কোনো পক্ষই গোল করতে না পারলে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে গড়ায় খেলা।

ইন্টার মায়ামির পক্ষে টাইব্রেকারে শট নেন জুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, ডাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমারশ্চি এবং ইয়ানিক ব্রাইট। তারা প্রত্যেকেই বল জালে পাঠান। অন্যদিকে ইউনিভারসিতারিওর দিয়েগো চুরিন, হোরাসিও ক্যালকাতেরা, জাইরো কঞ্চা এবং জোসে রিভেরা বল জালে পাঠালেও তৃতীয় শট নেয়া জাইরো ভেলেজ মিস করেন। এতেই জয় নিশ্চিত হয় মায়ামির।

আগামী সোমবার (৩ ফেব্রæয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় পানামার ক্লাব স্পোর্টিং সান মিগুয়েলিটোর মুখোমুখি হবে মেসিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়