শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনিসিয়ুসকে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব সৌদি ক্লাবের

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, টাকা নয়, গৌরবকেই বেছে নেবেন ভিনিসিয়ুস জুনিয়র। কারণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব।
স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায় মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু তাই নয় দলবদলের ফি হিসেবে আরও ৩০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব উঁকি দিচ্ছে ভিনিকে।

সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী সেটি অবশ্য জানা যায়নি এখনও। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। তবে ভিনি রিয়ালে থাকবেন বলেই আশাবাদী কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা অবশ্যই আছে। আমার মনে হয়, ভিনি এখানে থাকবে এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জিততেই সে উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।

২০২৩ সালের জুন মাসে সৌদি আরব থেকে বেশ লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। এই ঘটনার স্মৃতিচারণ এনে কার্লো আনচেলত্তি বলেছেন, আমি ফুটবলে সবকিছু বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম।
উল্লেখ্য, চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না রিয়ালের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়