শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক রাতেই ১৮ ম্যাচ, এতসব ম্যাচ একসঙ্গে!

এমন একটা চ্যাম্পিয়ন্স লিগের রাত দেখতে হবে কে ভেবেছিলেন? জানুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগের সূচি থাকাটাই ছিল অকল্পনীয়। তবে ৩২ দল থেকে চ্যাম্পিয়ন্স লিগ নেয়া হয়েছে ৩৬ দলে। আর গ্রুপ পদ্ধতির বাইরে আনা হয়েছে লিগ পদ্ধতি। যেখানে প্রতিটি দল সুযোগ পেয়েছে ৮টি করে ম্যাচ খেলার। এই নতুন নিয়ম ইউরোপিয়ান ফুটবলের প্রেস্টিজিয়াস আসরকে কতটা জমিয়ে তুলবে সেটা নিয়ে ছিল সন্দেহ। 

কিন্তু শেষ পর্যন্ত এই নতুন সূচিটাই জমিয়ে দিলো চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক ফিক্সচার। একাধিক শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গিয়েছে। তেমনকি নকআউটের যাত্রাপথটাও হয়েছে রোমাঞ্চে ঠাসা। শেষ ম্যাচডেতে এসেও এখন পর্যন্ত নিশ্চিতভাবে শেষ আটের জায়গায় আছে কেবল দুই ক্লাব লিভারপুল ও বার্সেলোনা। তবে অন্তত নিজেদের প্লে-অফ পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে ১৭ দল। 

বাকি ৭ দল কারা হবে সেটা বোঝা যাবে আজ রাতের ১৮টি ম্যাচের পর। একইসময়ে মাঠে নামছে ৩৬ দল। নব্বই মিনিটের লড়াই চলবে একইসঙ্গে। ফুটবল ভক্তদের জন্য এমন একটা রাত বেশ লম্বা হচ্ছে সেটা বলাই বাহুল্য। তবে এতসব ম্যাচ একসঙ্গে দেখাও বেশ মুশকিল। 

কোন কোন ম্যাচে ভাগ্য নির্ধারণের জমাট লড়াই আছে, সেটা বিবেচনায় নিয়ে নিজের কাজটা খানিক সহজ করে নিতেই পারেন। যেমন ম্যানচেস্টার সিটির ম্যাচ আজ রাতে আপনি নিশ্চিতভাবেই মিস করতে চাইবেন না। 

ম্যানচেস্টার সিটি - ক্লাব ব্রুগ 
সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বাঁচা–মরার ম্যাচ। সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো উপায় নেই পেপ গার্দিওলার দলের। তবে নিজেরা জিতলেই তো হচ্ছে না, অন্য ম্যাচের দিকেও খানিক তাকিয়ে থাকতে হবে তাদের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগের।

স্টুটগার্ট-পিএসজি
পিএসজি ২২ নম্বরে ও স্টুটগার্ট আছে ২৪ নম্বরে। দুই দলেরই সমান ১০ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে পিএসজি। যারা জিতবে, তারা উঠে যাবে প্লে-অফে। অবশ্য ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এ ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পারে দুই দল।

ব্রেস - রিয়াল মাদ্রিদ 
দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ফরাসি ক্লাব ব্রেস্ত আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যেই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।

বরুশিয়া ডর্টমুন্ড-শাখতার দোনেৎস্ক
১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ডর্টমুন্ডের প্লে-অফ খেলা নিশ্চিত। জিতে গেলে জার্মান ক্লাবটি সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতেও খেলতে পারে। ৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে থাকা শাখতার এই ম্যাচ জিতেও বাদ পড়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়