স্পোর্টস ডেস্ক : নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়ে দিলো চেলসিকে। দলের পক্ষে গোল করেন ইওস্কো গাভারদিওল, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন।
শনিবার (২৫ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যানসিটি প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে। ম্যাচ ও ৩ মিনিটেই সমার্থকদের হতাশ করে ম্যানসিটি। রক্ষণভাগের ব্যর্থতায় গোল হজম করে সিটি। আবদুকোদির খুসানভের ভুলের সুযোগে চেলসিকে এগিয়ে নেন ননি মাদুয়েকেদ। ম্যাচের ৪২ তম মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে ম্যাচে ফেরে সিটিজেনরা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৬৮ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। এডারসনের পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড।
নির্ধারিত সময় শেষ হবার ৩ মিনিট আগে চেলসির কফিনে শেষ পেরেকটি মারেন ফিল ফোডেন। মাঝ মাঠে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে ডি বক্সে ঢুকে স্কোর করেন এ ইংলিশ মিডফিল্ডার।
এ জয়ের পর ২৩ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে আবারও লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে সিটি। অপরদিকে, হারের পর ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে ছয় নম্বরে। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি লিভারপুল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট।
আপনার মতামত লিখুন :