শিরোনাম
◈ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক ◈ মধ্যরাতে প্রধান ফটকের তালা ভেঙে নীলক্ষেতে ইডেন কলেজের ছাত্রীরা (ভিডিও) ◈ সাত কলেজের ঘটনা ‘দুঃখজনক’, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান প্রো ভিসি ড. মামুনের ◈ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ, শিবির সভাপতির বক্তব্য ◈ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার ◈ ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র (ভিডিও) ◈ তাসকিনের রেকর্ড, আবারো রাজশাহীর কাছে রংপুর রাইডার্সের অপ্রত্যাশিত হার ◈ এস কে সুরের লকারে তল্লাশি: ডলার-ইউরো, স্বর্ণসহ আরও যা পাওয়া গেল ◈ নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, তা দু:খজনক : মেজর হাফিজ ◈ শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটা নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাহর শততম গোল, ইংলিশ লিগে জয় পেলো লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক :  মোহাম্মদ সালাহ’র শততম গোলের মাইলফলক। আর এই মাইলফলকের দিনে জয় পেলো তার দল লিভারপুল। ইংলিশ লিগের ম্যাচে নিজ নিজ খেলায় জয়ের দেখা পেলো আর্সেনাল ও নিউক্যাসেল ইউনাইটেড। এছাড়া জয় নিয়ে মাঠ ছেড়েছে এভারটন ও বোর্নমাউথ। ক্লাবের হয়ে এনফিল্ডের মাঠে সেঞ্চুরি গোলের মাইলফলকে পৌঁছেছেন সালাহ।

শনিবার (২৫ জানুয়ারি) ঘরের মাঠ এনফিল্ডে রেলিগেশন অঞ্চলে থাকা ইপসউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন কোডি গ্যাকপো। দলের পক্ষে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সবোসলাই। চলতি মৌসুমে লিগে এ নিয়ে ১৯তম গোল করলেন সালাহ, এনফিল্ডে লিভারপুলের হয়ে সালাহর শততম গোল এটি।

লিগের অন্য ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের হয়ে গোল করেন রিকার্দো কালাফিওরি। অপরদিকে, সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।

এছাআ বোর্নমাউথের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছে তিনে থাকা নটিংহ্যাম ফরেস্ট। এভারটন জিতেছে ১-০ গোলে।
এখন পর্যন্ত ২২ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে লিভারপুল, ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট, ৪১ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়