শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আর্শদীপ আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় পেসার আর্শদীপ সিং আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ভারতের এ পেসারের সেরা হওয়ার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সময়টা ভালো কাটাচ্ছেন আর্শদীপ। ভারতের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন তিনি। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের পেছনে আর্শদীপের ভূমিকা অনেক। পুরো বিশ্বকাপেই ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন আর্শদীপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি।  জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সাথে গড়ে তুলেছিলেন ভয়ংকর পেস বোলিং লাইন-আপ।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ভারতের হয়ে বাকি সিরিজেও দুর্দান্ত বোলিং করেছেন আর্শদীপ। যার ফলস্বরুপ ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন তিনি। - ডেইলি ক্রিকেট

গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন আর্শদীপ। নতুন বলে নিজের দক্ষতা দেখিয়েছেন ভারতের এ পেসার। সেই সাথে ডেথ বোলিংয়ে নজর কেড়েছেন তিনি। ২০২৪ সালে ১৮ টি-টোয়েন্টিতে ৩৬টি উইকেট শিকার করেছেন আর্শদীপ। ভারতের আর কোনো বোলার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

পুরো বিশ্বে আর্শদীপের চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন চারজন বোলার। সৌদি আরবের উসমান নাজিব (৩৮), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৮), সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি (৪০) এবং হংকংয়ের ইহসান খান (৪৬)। আর্শদীপ ৩৬ উইকেট শিকার করেছেন ৭.৪৯ ইকোনমি ও ১০.৮০ স্ট্রাইকরেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়