স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারিতে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে বাকি দুটি দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।
সিরিজটি ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে।
একদিন পর ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে কিউইরা। প্রথম ম্যাচের ভেন্যুতেই হবে এটিও। ১২ ফেব্রুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ম্যাচটি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
সিরিজের সূচি:
৮ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১০ ফেব্রুয়ারি- নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১২ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি
১৪ ফেব্রুয়ারি- ফাইনাল, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি।
আপনার মতামত লিখুন :