শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ফিরেছে বিপিএলের ৭ দল, তাদের প্লে-অফে ওঠার সমীকরণ

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএল এখন শেষ পর্যায়ে। প্রতিযোগিতা শুরু ঢাকা দিয়ে। এরপর সিলেট ও চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরেছে ঢাকায়। লিগ পর্বের ৪২ ম্যাচের মধ্যে ইতিমধ্যে ৩২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার (২৬ জানুয়ারি) থেকে শনিবার পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্লে-অফ পর্ব ইতিমধ্যে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বাকি তিনটি স্থানের জন্য লড়াই করছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স। এছাড়া অন্য তিন দলও কাগজে-কলমে টিকে আছে। দেখে নেয়া যাক, প্লে-অফে ওঠার জন্য প্রতিটি দলের কী করতে হবে।

রংপুর রাইডার্স (৯ ম্যাচে ১৬ পয়েন্ট)
রংপুর রাইডার্স প্রথম ৮ ম্যাচ জিতে প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে। এখন তাদের লক্ষ্য শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেলা। আর একটি ম্যাচ জিতলেই এই লক্ষ্য পূরণ হবে। যদি আরও দুটি ম্যাচ জিততে পারে, তবে বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার রেকর্ড গড়বে। রংপুরের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ: রাজশাহী, চিটাগং এবং খুলনা।

ফরচুন বরিশাল (৮ ম্যাচে ১২ পয়েন্ট)
বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্লে-অফে ওঠার জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের আরও একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে। তবে দু’টি ম্যাচ জিতলে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হবে। বরিশালের বাকি চারটি ম্যাচ: সিলেট, খুলনা, ঢাকা এবং চিটাগংয়ের বিপক্ষে।

চিটাগং কিংস (৯ ম্যাচে ১০ পয়েন্ট)
চিটাগং কিংস প্লে-অফ নিশ্চিত করতে আরও দুটি ম্যাচ জিততে হবে। একটি ম্যাচ জিতলেও তাদের এলিমিনেটরে যাওয়ার সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে নেট রান রেট বিবেচ্য হবে। ইতিমধ্যে তাদের নেট রান রেট (+১.০৪৫) ভালো অবস্থানে রয়েছে। তাদের বাকি তিনটি ম্যাচ: রংপুর, বরিশাল এবং সিলেটের বিপক্ষে।

খুলনা টাইগার্স (৯ ম্যাচে ৮ পয়েন্ট)
খুলনা টাইগার্স প্লে-অফে উঠতে হলে বাকি তিনটি ম্যাচই জিততে হবে। যদি দুটি ম্যাচ জিততে পারে, তবে রাজশাহীর কমপক্ষে একটি ম্যাচে হার কামনা করতে হবে। খুলনার বাকি তিনটি ম্যাচের প্রতিপক্ষ: রংপুর, বরিশাল এবং ঢাকা।

দুর্বার রাজশাহী (১০ ম্যাচে ৮ পয়েন্ট)
রাজশাহীকে প্লে-অফে উঠতে হলে বাকি দুটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি খুলনাকে একাধিক ম্যাচে হারতে হবে। রাজশাহীর পরবর্তী দুটি ম্যাচের প্রতিপক্ষ: রংপুর এবং সিলেট।

ঢাকা ক্যাপিটালস (১০ ম্যাচে ৬ পয়েন্ট)
ঢাকা ক্যাপিটালস প্লে-অফের দৌড়ে টিকে আছে, তবে তাদের সম্ভাবনা অনেকটা নির্ভর করছে অন্য দলের ফলাফলের ওপর। নিজেদের শেষ দুটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে এবং খুলনা ও রাজশাহীর পয়েন্ট ১০-এর বেশি না হওয়ার প্রার্থনা করতে হবে। ঢাকার পরবর্তী ম্যাচ দুটি: বরিশাল এবং খুলনার বিপক্ষে। সিলেট স্ট্রাইকার্স (৯ ম্যাচে ৪ পয়েন্ট)

সিলেট স্ট্রাইকার্স প্লে-অফে উঠতে হলে অলৌকিক কিছু ঘটতে হবে। তাদের বাকি তিনটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি, অন্যান্য দলের পয়েন্ট যেন ১০-এর বেশি না হয়, সেই প্রার্থনা করতে হবে। সিলেটের পরবর্তী তিনটি ম্যাচের প্রতিপক্ষ: বরিশাল, রাজশাহী এবং চিটাগং।

বিপিএল ২০২৫-এর প্লে-অফ নিশ্চিত করার লড়াই আরও জমজমাট হয়ে উঠেছে। শেষ কয়েকটি ম্যাচেই নির্ধারিত হবে কারা শীর্ষ চারে স্থান করে নিতে পারবে। প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ, এবং দলগুলো নিজেদের সেরা খেলাটি উপহার দিতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, সাত দলের বিপিএলে ১০ পয়েন্ট পেয়েও প্লে–অফে ওঠার নজির আছে একটিই। ২০১৩ সালের আসরে ১০ পয়েন্ট নিয়েও শেষ চারে জায়গা করে নিয়েছিল দুরন্ত রাজশাহী। সেবার রাজশাহীর সঙ্গে রংপুর রাইডার্স ও বরিশাল বার্নার্সেরও পয়েন্ট ছিল সমান ১০ করে। কিন্তু মুখোমুখি দেখায় রাজশাহীর চেয়ে পিছিয়ে থাকায় রংপুর ও বরিশালকে বিদায় নিতে হয়। এখন প্লে-অফে ওঠার ক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রান রেট দেখা হয়। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়