শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৩ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসুন্ধরা কিংসের জয়ের দিনে ফকিরের পুলের কাছে হেরে গেলো মোহামেডান

নিজস্ব প্রতিবেদক: নব্বই মিনিটের লড়াইয়ে একক আধিপত্য ছিলো বসুন্ধরা কিংসের। যে কারণে অনায়াশে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে দেয় তারা। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে করে দুই গোল। 

শুক্রবার (২৪ জানুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। শুরুতে জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান তপু বর্মন। বিরতির পর গোল পান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।  

ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় কিংস। দামাশেনোর পাস ধরে বক্স থেকে নিচু শটে জাল খুঁজে নেন জোনাথন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রানা। রাকিবের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মাথা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান তপু। কর্ণার থেকে উড়ে আসা বল জনির পা থেকে হেডে লক্ষ্যভেদ করে কিংস ডিফেন্ডার।
বিরতির পর ৬৬তম মিনিটে দলকে আরও এগিয়ে নেন রাকিব। রফিকুলের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৫তম মিনিটে শেষ গোলটি আসে দামাশেনোর পা থেকে। দিনের আরেক ম্যাচে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফকিরেরপুল। ক্লাবটির হয়ে ৬৬তম মিনিটে একমাত্র গোলটি করেন সারদর জাখনব।  

৯ ম্যাচে ৮ জয় ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী লিমিটেড। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কিংস।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়