শিরোনাম
◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৩ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসুন্ধরা কিংসের জয়ের দিনে ফকিরের পুলের কাছে হেরে গেলো মোহামেডান

নিজস্ব প্রতিবেদক: নব্বই মিনিটের লড়াইয়ে একক আধিপত্য ছিলো বসুন্ধরা কিংসের। যে কারণে অনায়াশে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে দেয় তারা। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে করে দুই গোল। 

শুক্রবার (২৪ জানুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। শুরুতে জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান তপু বর্মন। বিরতির পর গোল পান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।  

ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় কিংস। দামাশেনোর পাস ধরে বক্স থেকে নিচু শটে জাল খুঁজে নেন জোনাথন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রানা। রাকিবের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মাথা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান তপু। কর্ণার থেকে উড়ে আসা বল জনির পা থেকে হেডে লক্ষ্যভেদ করে কিংস ডিফেন্ডার।
বিরতির পর ৬৬তম মিনিটে দলকে আরও এগিয়ে নেন রাকিব। রফিকুলের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৫তম মিনিটে শেষ গোলটি আসে দামাশেনোর পা থেকে। দিনের আরেক ম্যাচে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফকিরেরপুল। ক্লাবটির হয়ে ৬৬তম মিনিটে একমাত্র গোলটি করেন সারদর জাখনব।  

৯ ম্যাচে ৮ জয় ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী লিমিটেড। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কিংস।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়