শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৩ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসুন্ধরা কিংসের জয়ের দিনে ফকিরের পুলের কাছে হেরে গেলো মোহামেডান

নিজস্ব প্রতিবেদক: নব্বই মিনিটের লড়াইয়ে একক আধিপত্য ছিলো বসুন্ধরা কিংসের। যে কারণে অনায়াশে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে দেয় তারা। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে করে দুই গোল। 

শুক্রবার (২৪ জানুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। শুরুতে জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান তপু বর্মন। বিরতির পর গোল পান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।  

ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় কিংস। দামাশেনোর পাস ধরে বক্স থেকে নিচু শটে জাল খুঁজে নেন জোনাথন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রানা। রাকিবের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মাথা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান তপু। কর্ণার থেকে উড়ে আসা বল জনির পা থেকে হেডে লক্ষ্যভেদ করে কিংস ডিফেন্ডার।
বিরতির পর ৬৬তম মিনিটে দলকে আরও এগিয়ে নেন রাকিব। রফিকুলের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৫তম মিনিটে শেষ গোলটি আসে দামাশেনোর পা থেকে। দিনের আরেক ম্যাচে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফকিরেরপুল। ক্লাবটির হয়ে ৬৬তম মিনিটে একমাত্র গোলটি করেন সারদর জাখনব।  

৯ ম্যাচে ৮ জয় ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী লিমিটেড। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কিংস।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়