স্পোর্টস ডেস্ক : হরহামেশাই ঘটছে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের মতো ঘটনা চলতি মৌসুমে ইউরোপা লিগকে কেন্দ্র করে। রোমে ম্যাচ সামনে রেখে লাৎসিও সমর্থকদের হামলায় রিয়াল সোসিয়েদাদের ৯ জন সমর্থক আহত হয়েছে। তাদের একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। - রয়টার্সের।
রোম পুলিশ জানিয়েছে, বুধবার (২২ জানুয়ারি) রাতে কলোসিয়ামের কাছে স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদের প্রায় ৭০ জন সমর্থকের ওপর হামলা চালায় লাৎসিওর প্রায় ৮০ জন সমর্থক। আহতদের ৯ জনের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় হাসপাতাল থেকে।
পুলিশ আরও জানায়, হামলাকারীরা ছুরি, হাতুড়ি, লাঠি ও শেকল নিয়ে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। লাৎসিও সমর্থকদের এমন ঘটনায় নিন্দা জানিয়েছে ক্লাবটি। তদন্তে প্রমাণ পাওয়া গেলে কঠোর অবস্থানের কথা জানিয়েছে তারা।
এর আগে, ইউরোপা লিগে মৌসুমের শুরুতে রোমে অ্যাথলেটিক বিলবাওয়ের সমর্থকদের ওপর হামলা চালিয়েছিল রোমার সমর্থকরা। সেপ্টেম্বরে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সোসিয়েদাদ ও আন্ডারলেখটের সমর্থকদের মধ্যেও।
আপনার মতামত লিখুন :