স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পেসার তাসকিন আহমেদ চলমান বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। দুর্বার রাজশাহীর হয়ে আগুন ঝড়ানো বোলিং করছেন ডানহাতি এ পেসার। দেশের গতিময় এই তারকা পেসার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি রেকর্ড ভেঙে দেওয়ার পথে আছেন।
দল হিসেবে খুব একটা ভালো করতে পারছে না রাজশাহী। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন দলটিকে নেতৃত্ব দেওয়া তাসকিন। বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বার এক আসরে ২০ উইকেট স্পর্শ করা ডানহাতি এ পেসারের সামনে এখন রেকর্ড গড়ার হাতছানি। - ডেইলি ক্রিকেট
চলতি বিপিএলে এখন পর্যন্ত ২২ উইকেট শিকার করেছেন তাসকিন। তার ধারের কাছে নেই আর কোনো বোলার। বিপিএল এক আসরে ২০ উইকেট শিকারের স্বাদ একাধিকবার পাওয়া তৃতীয় বোলার তাসকিন। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান ও রুবেল হোসেনের। তাসকিন ২২ উইকেট নিয়েছিলেন ২০১৯ আসরে সিলেট সিক্সার্সের হয়ে।
এ অর্জনে সাকিবকে স্পর্শ করলেও আরেকটি জায়গায় এখনও সবার ওপরে সাকিব। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছিলেন সাকিব।
সাকিবকে স্পর্শ করতে তাসকিনের প্রয়োজন আর মাত্র এক উইকেট। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিবকে ছাড়িয়ে যেতে দুই ম্যাচে দুই উইকেট প্রয়োজন তাসকিনের। রাজশাহীর এ পেসার যে ফর্মে আছেন দুই উইকেট পাওয়া তার কাছে সময়ের ব্যাপার। রাজশাহী যদি প্লে-অফে উঠতে পারে তাহলে আরও বেশি ম্যাচ সুযোগ পাবেন তাসকিন। এখন দেখার বিষয়, সাকিবকে টপকে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিতে পারেন কিনা তাসকিন।
আপনার মতামত লিখুন :