শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে নেই কোনো ভারত ও বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। একাদশে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের ছড়াছড়ি। আছে পাকিস্তানের ক্রিকেটাররাও। তবে ভারত ও বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই সেরা একাদশে। গত বছর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তবে নিজেদের মাঠে শ্রীলঙ্কা ও আরব আমিরাতে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ দল।

বর্ষসেরা একাদশে ভারতের কোনো ক্রিকেটার না থাকা স্বাভাবিক। গত বছরে মাত্র তিনটি ওয়ানডে খেলেছে দলটি। যার মধ্যে দুটিতেই হেরেছে ভারত। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার একাদশে সুযোগ পাননি।

এশিয়ার তিনটি দেশ—শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে সেরা একাদশ। দলে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কার, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন এক ক্রিকেটার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চরিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) ও আল্লাহ মোহাম্মদ গাজানফার (আফগানিস্তান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়