শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ১২:৫১ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 

স্পোর্টস ডেস্ক : শেষ হলো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। এবার শুরু হবে প্রতি গ্রুপের সেরা তিন দল নিয়ে সুপার সিক্স পর্ব।   বাংলাদেশ নারী দলও রয়েছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, বাংলাদেশ জয় পেয়েছে নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী ২৬ ও ২৮ জানুয়ারি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। 

নিয়ম অনুযায়ী একই গ্রুপ থেকে কোয়ালিফাই করা দলগুলো একে অপরের মুখোমুখি হয় না। আবার নিজেদের গ্রুপে দলগুলোর যে অবস্থান সুপার সিক্সের অন্য গ্রুপ থেকে আসা দলগুলোর মধ্যে সেই অবস্থানের দলের মুখোমুখি হয় না। অর্থাৎ, এক গ্রুপ চ্যাম্পিয়ন অন্য গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি না হয়ে মোকাবিলা করবে অপর গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের।

বাংলাদেশ নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই তারা মোকাবিলা করবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থানে থাকা দলের। সুপার সিক্সে বাংলাদেশের সঙ্গী গ্রুপ ‘এ’। সেই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে যথাক্রমে ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রেও আসবে পয়েন্টের হিসাব। যোগ হবে গ্রুপ পর্বের পয়েন্টও। এক্ষেত্রে অবশ্য বিবেচনায় আনা হবে যারা সুপার সিক্সে উঠেছে শুধু তাদের বিপক্ষে পাওয়া পয়েন্ট। আপাতত সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

সুপার সিক্সে থাকা দুই দলের বিপক্ষে জয় নিয়ে শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট পেলেও রানরেটের হিসেবে এগিয়ে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা (+০.৫২৫)। চারে থাকা জুনিয়র নারী বাংলাদেশিদের রানরেট +০.৪২৫। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়