শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের আল হিলাল ছেড়ে অন্যত্র যাওয়ার আলোচনায় নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছিলেন। কিন্তু দেড় বছরে তিনি মাত্র সাতটি ম্যাচে ক্লাবটির জার্সি গায়ে জড়াতে পেরেছেন। বড় অঙ্কের বেতন গুনলেও চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা। আগামী জুনে আল-হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরালেও, তার আগেই নেইমারের ঠিকানা বদলের জোর গুঞ্জন চলছে। - এএফপি/ ঢাকাপোস্ট

প্রথমে শোনা গিয়েছিল, সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে দেখা যেতে পারে ব্রাজিল ফরোয়ার্ডকে। তবে সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) জটিল আর্থিক নীতিমালা বাধা হয়ে দাঁড়ায়। মায়ামির নতুন কোচ হাভিয়ের মাশ্চেরানোও এককথায় জানিয়ে দেন, ওই কারণে মেসি-সুয়ারেজের সঙ্গে নেইমারের পুনর্মিলন ঘটা সম্ভব নয়। যদিও এমএলএসের একাধিক ক্লাবও নেইমারকে পেতে লড়াইয়ে নেমেছে বলে বেরিয়েছে নতুন খবর।

অন্যদিকে, ব্রাজিল তারকাকে পেতে মরিয়া তার শৈশবের ক্লাব সান্তোস। নেইমার নিজেও ক্যারিয়ারের শেষ পর্যায়ে পুরোনো ঠিকানায় নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত তার সান্তোসেই যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর বাইরে নেইমার নাকি আল-হিলালের সঙ্গে আলোচনায় বসেছে ভিন্ন দাবি নিয়ে। আল-হিলাল চলতি মৌসুম শেষে তাকে অন্য কোথাও বেচে দিতে চাইলেও, ব্রাজিল তারকা চান তার আগেই ধারে ভিন্ন ক্লাবে যোগ দিতে। তেমনটা হলে তার জন্য বড় অর্থই খরচ হয়ে যাবে আল-হিলালের।

এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি। সূত্রের বরাতে তারা বলছে, নেইমার তার ক্লাব ত্যাগের বিষয়ে আল-হিলালের সঙ্গে আলোচনা করছেন। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার বড় অঙ্কের আর্থিক চাহিদা। চুক্তি শেষ হওয়ার আগেই এই তারকাকে বিক্রি করতে হলে শর্ত মানতে হবে সৌদি ক্লাবটিকে। বিপরীতে, মৌসুম শেষ হলে নেইমার হয়ে পড়বেন ফ্রি এজেন্ট। আবার, চুক্তির মেয়াদ ফুরোনো পর্যন্ত অপেক্ষা না করেই বিকল্প কাউকে দলে ভেড়ানোর পরিকল্পনা আল-হিলালের।

আল-হিলালও যে নেইমারকে দ্রুত ছেড়ে দিতে চায় সেটি সম্প্রতি কোচ জর্জ জেসুসের মন্তব্যেই উঠে এসেছে। তিনি বলেছেন, নেইমারের ভবিষ্যৎ নিয়ে আমি কিছু জানি না। সৌদির প্রো লিগ বিশ্বের অন্যতম সেরা এবং আমরা যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে খেলতে পারে না। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোও জানিয়েছে, আল হিলাল নেইমারকে বলে দিয়েছে তারা সৌদি প্রো লিগের জন্য নেইমারকে নিবন্ধিত করবে না।

গ্লোবোর দাবি সান্তোস নেইমারের ফেরার বিষয়ে খুবই আশাবাদী। এই সপ্তাহের মধ্যে আল হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল হতে পারে। চুক্তি বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন হলেও, ব্যাপারটি সহজ নয়। একটি আর্থিক চুক্তি করতে হবে, কারণ আল-হিলালের কাছে এখনও সাড়ে ৬ কোটি ডলার পাওনা নেইমারের, যেটা তিনি ছাড়তে চাচ্ছেন না। যদিও তিনি ক্লাব ছাড়তে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়