শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে আসার পর এমবাপ্পে নিজের সমস্যা বুঝতে পারছেন

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ তিন ম্যাচে চারটি গোল করেছেন। তবে পিএসজি থেকে রিয়ালে আসার পর নিজেকে পুরোনো ছন্দে ফেরাতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে বলে স্বীকার করেছেন এই ফরাসি তারকা।

চলতি মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দেওয়ার পর নিজের সেরা ছন্দে ফিরতে বেশ হিমশিম খেতে হয় এমবাপ্পেকে। গোল পেলেও মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ২৬ বছর বয়সী এই তারকার মতে, টানা ব্যর্থতার পেছনে কারণ ছিল অতিরিক্ত চিন্তা করা এবং সঠিক জায়গায় মনোযোগ না দেওয়া।

গত ডিসেম্বরের শুরুর দিকে আথলেতিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হারে রিয়াল। সেটিই তার জন্য টার্নিং পয়েন্ট ছিল বলে জানান এমবাপ্পে। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। এই ম্যাচের সপ্তাহখানেক আগে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষেও পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন এই তারকা ফরোয়ার্ড।

ইউরোপ ক্লাব সেরার লড়াইয়ে জার্মান ক্লাব সালজবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের খারাপ সময় নিয়ে এমবাপ্পে বলেন, “আমি মনে করি এটি মানসিকতার বিষয় ছিল। তখন আমি উপলব্ধি করি যে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। 

আমি বেশি চিন্তা করছিলাম যে কীভাবে খেলব। ফাঁকা জায়গায় যাব কি না, ভিনির (ভিনিসিয়াস জুনিয়র) জায়গায় যাব কি না, রদ্রিগোর এলাকায় যাব কি না... যখন আপনি বেশি চিন্তা করেন, তখন নিজের খেলায় মনোযোগ হারান।”
সে সময় শারীরিক কোনো সমস্যা ছিল না জানিয়ে এমবাপ্পে বলেন, শারীরিকভাবে এবং দলের সঙ্গে আমি ভালো ছিলাম। কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমাকে আরও কিছু করতে হবে। আমি মাদ্রিদে খারাপ খেলতে আসিনি। এখানে সবসময় ভালো খেলতে হবে। এখন আমি তার জন্য প্রস্তুত।

বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে কেবল ৩ গোল করেছিলেন এমবাপ্পে। তবে এরপর মানসিকতায় পরিবর্তন এনে গোল করছেন প্রায় প্রতি ম্যাচে। এখন পর্যন্ত লা লিগায় ১০ গোল করে উঠে এসেছেন মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার তিন নম্বরে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা এখন ১৭। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়