শিরোনাম
◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গাবির কাছে মেসির পর বিশ্বসেরা লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত ছিলেন লামিনে ইয়ামাল। সতীর্থের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে লিওনেল মেসির পর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার গাবি। আর শিষ্যের এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন কোচ হানসি ফ্লিকও।

বুধবার (১৫ জানুয়ারি) কোপা দেল রেতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোল তৈরি করে দেন ইয়ামাল। এছাড়াও অফসাইডের কারণে তার একটি গোল বাতিল করা হয়।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৭ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত ২৪ ম্যাচে গোল করেছেন ৯টি এবং ১৩টি গোলে সহায়তা করেছেন। ফুটবল খেলায় ইয়ামাল এরই মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন কি না, জানতে চাওয়া হলে গাবি বলেন, হ্যাঁ, সে হয়ে গেছে। অবশ্য লিওনেল মেসির পর সে সেরা। স্পেনের হয়ে গত বছর ইউরো জয়ী ইয়ামাল ব্যালন ডি'অরে অষ্টম স্থান অর্জন করেন। এছাড়া বিশ্বের সেরা তরুণ ফুটবলার জন্য কোপা ট্রফি এবং গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। 

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন গাবি। এরপর ২৭তম মিনিটে ইয়ামালের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুলস কুন্দে। ফরাসি এই ডিফেন্ডারকে ইয়ামাল আরেকটি গোল তৈরি করে দিলেও শেষ পর্যন্ত ভিএআর অফসাইডের কারণে তা বাতিল করে দেয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামাল নিজে বল জালে জড়ালে সেটিও ভিএআর অফসাইডের কারণে বাতিল করে দেয়। ৫৮তম মিনিটে নিজেদের বক্স থেকে একা বল টেনে নিয়ে রাফিনিয়াকে দিয়ে গোল করান তিনি। এরপর দলের হয়ে চতুর্থ গোলটি করেন ফেররান তোরেস। ৭৫তম মিনিটে বার্সেলোনার হয়ে শেষ গোলটি করেন ইয়ামাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে গাবির করা মন্তব্যের সঙ্গে ফ্লিক একমত কি না জানতে চাওয়া হলে বার্সেলোনা কোচ বলেন, “গাবি খুবই আবেগপ্রবণ, তাই আমিও হ্যাঁ বলছি। আপনি এটা দেখতেও পাবেন। আমার মতে, বড় ম্যাচে বড় মাপের প্রতিভা দেখা যায় এবং সে (ইয়ামাল) বারবার তা প্রমাণ করেছে। তবে আমাদের তার যতœ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়