স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ শামি চোট কাটিয়ে অবশেষে ভারত দলে ফিরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে চলতি মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডানহাতি এই পেসার।
শনিবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে পাওয়া চোটের কারণে দলে নেই যশপ্রীত বুমরাহ। এছাড়াও সেই সিরিজের ধকল কাটাতে সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছে রিশাভ পান্ত, যশস্বী জয়সোয়াল ও শুবমান গিলকে।
২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে গোঁড়ালির চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন শামি। এরপর ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করা হয় ডানহাতি এই পেসারের। কিন্তু পুনর্বাসনের আবারও নতুন করে হাঁটুর চোটে পড়েন তিনি। এরপর মাংশপেশীর চোটের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি থেকেও ছিটকে যান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতা দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা নিতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর দলে ফিরেছেন।
আগামী ২২ জানুয়ারি কলকাতায় শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দু’দল।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হার্শিত রানা, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।
আপনার মতামত লিখুন :