স্পোর্টস ডেস্ক : হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে আগামী ১৫ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (৮ জানুয়ারি) নেপালের কাঠমান্ডুতে সাফের নির্বাহী কমিটির সভায় সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সাধারণত যেকোনো এক দেশেই এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে। এবার থাকছে ব্যতিক্রম। প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে, রাউন্ড রবিন লিগে প্রথম রাউন্ডেই দলগুলো মোট ৬ ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ম্যাচ খেলবে নিজের দেশে, অন্য তিনটি প্রতিপক্ষের মাঠে।
হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্ট একটি ভেন্যুতেই আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট। সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ থেকে পুরুষ ও নারী দুই বিভাগেই ৮টি ক্লাব নিয়ে হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে।
২০৩০ সাল পর্যন্ত প্রতি বছরই এ টুর্নামেন্টটি আয়োজন করতে চায় সাফ। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাফ সদস্য দেশের দুটি ক্লাব খেলবে এতে, বাকি ৬টি দেশ থেকে থাকবে একটি করে ক্লাব।
আপনার মতামত লিখুন :