শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে পয়েন্ট হারালো চেলসি ও আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : মোহম্মদ সালাহ’র লিভারপুল এখনো ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় থাকা অন্য দলগুলোর জন্য এখন পয়েন্ট হারানো মানে শিরোপার দৌড়  থেথকে আরও পিছিয়ে পড়া। শনিবার ( ৪ জানুয়ারি) রাতে একই দিনে এমন পরিস্থিতিতে পড়েছে চেলসি ও আর্সেনাল। দুদলই তাদের ম্যাচে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট খুঁইয়েছে।

চেলসি-ক্রিস্টাল প্যালেস ড্র: অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসি ১-১ গোলে ড্র করে। ম্যাচের ১৪তম মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ব্লুজরা। তবে ৮২ মিনিটে জ্যাঁ ফিলিপ মাতেতার গোল চেলসির লিড কেড়ে নেয়। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ড্রয়ে শেষ হয়। এই ড্রয়ের ফলে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারায় চেলসি।

আর্সেনাল - ব্রাইটন ড্র: অন্যদিকে, ব্রাইটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও একই চিত্র দেখা গেছে। আর্সেনাল ১৬তম মিনিটে ইথান এনওয়ারির দুর্দান্ত গোলের মাধ্যমে লিড নেয়। তবে ৬১তম মিনিটে আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবার ফাউলের কারণে ব্রাইটন পেনাল্টি পায়। স্পট কিক থেকে গোল করেন হুয়াও পেদ্রো, যা ব্রাইটনকে সমতায় ফেরায়। এরপর ব্রাইটনের সমর্থকরা এই সমতাকেই জয়ের মতো উদযাপন করেন।

ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৪৫ পয়েন্ট, আর তারা খেলেছে ১৮ ম্যাচ। চেলসি ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

চেলসি ও আর্সেনাল এর এই প্রয়ের ফলে লিভারপুলের শিরোপা দৌড়ে অবস্থান আরও সদৃঢ় হলো, আর চেলসি ও আর্সেনাল পিছিয়ে পড়লো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়