শিরোনাম
◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ লিগে জয়ে ফিরলো ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি  অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়ালো । ৬৭ দিন পর টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে পেপ গার্দিওলার দল। লেস্টার সিটির পর এবার ওয়েস্ট হামের বিপক্ষে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে সিটি।

গত অক্টোবরের পর এবারই প্রথমবার লিগে টানা দুই ম্যাচ জিতলো ম্যানসিটি। সেই সময় স্পার্টা প্রাহা ও সাউদাম্পটনের বিপক্ষে জয় পেলেও এরপর যেন ছন্দ হারায় তারা। টানা ১৪ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে দুঃস্বপ্নে কাটায় তিনবারের টানা লিগ চ্যাম্পিয়নরা।

তবে নতুন বছরের শুরুটা বেশ ইতিবাচক করলো সিটি। এই জয়ে ২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড।

ম্যাচের শুরুতে ওয়েস্ট হাম বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। উল্টো ১০তম মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে। সিটির সাভিনিওর শট ওয়েস্ট হামের ডিফেন্ডার ভ্লাদিমির কাউফলের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৯ মিনিটে সিটির বের্নার্দো সিলভা নিশ্চিত একটি সুযোগ হাতছাড়া করেন। হলান্ডের পাস থেকে তার নেয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন ওয়েস্ট হামের গোলরক্ষক আলফুঁস আরিওলা। ৩৮তম মিনিটে রিকো লুইসের একটি জোরালো শটও ঝাঁপিয়ে রুখে দেন আরিওলা।

তবে ৪২তম মিনিটে আর আটকাতে পারেননি তিনি। সাভিনিওর লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান আর্লিং হলান্ড। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

বিরতির পর ম্যানসিটি আরও দুর্দান্তভাবে মাঠে নামে। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। তিন মিনিট পর, ৫৮ মিনিটে স্কোরশিটে নাম লেখান ফিল ফোডেন। ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭১তম মিনিটে ওয়েস্ট হামের হয়ে নিকোলাস ফুলক্রুগ একটি গোল শোধ দেন। তবে সেই গোল শুধুই ব্যবধান কমিয়েছে, ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।
এ জয়ে দারুণভাবে নতুন বছর শুরু করলেও সিটির জন্য সামনে চ্যালেঞ্জ অনেক। ধারাবাহিকতা ধরে রাখতে হবে যদি তারা শীর্ষ চারের লড়াইয়ে ফিরতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়