শিরোনাম
◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন, পুরস্কার তুলে দেবেন জো বাইডেন

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামি ও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মননা ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ এর জন্য মনোনীত হয়েছেন। মেসির হাতে এ পুরস্কারটি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৪ জানুয়ারি) হোয়াইটহাউজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ১৯ জন আমেরিকানস মহান নেতা। তারা আমেরিকাকে আরও ভালো স্থান বানিয়েছেন। তারা মহান, কারণ তারা দেশ ও বিদেশে অসামান্য অবদান রেখেছেন।

এই সম্মাননা দেয়া হয় যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বব্যাপী শান্তি, সংস্কৃতি, উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের। ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে গত বছর এই পুরস্কার পেয়েছিলেন সাঁতারু কেটি লিডেকি। অলিম্পিকে ৯টি স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।

মেসি প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম সম্মাননা পাচ্ছেন বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ। বিবৃতিতে বলা হয়েছে, তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর। লিও ফাউন্ডেশনের মাধ্যমে এই তারকা বিশ্বব্যাপী শিশুদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাখাত নিয়ে কাজ করছেন। 

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। দলের হয়ে তিনি জিতেছেন প্রথম বার আয়োজিত হওয়া লিগস কাপ শিরোপা। দ্বিতীয় মৌসুমে ইন্টার মায়ামি শোকেসে তুলেছে সাপোর্টার্স শিল্ড। মেসি হয়েছেন দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

পুরস্কারের জন্য মনোনীত ১৯ জন হলেন- বিখ্যাত স্প্যানিশ-আমেরিকান রন্ধনশিল্পী হোসে আন্দ্রেস, ইউটু ব্যান্ডের প্রধান গায়ক এবং এইডস ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের পথপ্রদর্শক বোনো, যুক্তরাষ্ট্রের ২৫তম প্রতিরক্ষা সচিব অ্যাশটন বাল্ডউইন কার্টার (মরণোত্তর), যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন, অভিনেতা মাইকেল জে. ফক্সম বিবাহ সমতা ও বৈষম্য বিরোধী সুরক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টিম গিল, বিখ্যাত প্রাণিবিদ এবং সংরক্ষণবাদী জেন গুডঅল, নাগরিক অধিকারকর্মী ফ্যানি লু হ্যামার (মরণোত্তর), কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসন, সাবেক আইনজীবী এবং মার্কিন সিনেটর রবার্ট এফ. কেনেডি (মরণোত্তর), ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, ৮ বারের ব্যালন ডি’অর ও ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, অসংখ্য ছাত্র-ছাত্রীর জন্য অনুপ্রেরণা ও প্রভাবের উৎস উইলিয়াম স্যানফোর্ড, ব্যবসায়ী ও সাবেক মার্কিণ প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. রমনি (মরণোত্তর), দ্য কার্লাইল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং সহ-চেয়ারম্যান ডেভিড এম. রুবেনস্টেইন, দাতব্য ব্যক্তিত্ব এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সোরোস,পুরস্কারপ্রাপ্ত লেখক, পরিচালক, লেখক এবং নাট্যকার জর্জ স্টিভেনস, জুনিয়র, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ডেনজেল ওয়াশিংটন ও খ্যাতিমান ফ্যাশন আইকন আনা উইন্টুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়