শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা রিয়াল কোচ আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ গত মৌসুমে একক আধিপত্য বিস্তার করে স্প্যানিশ লা লিগার শিরোপা ঘরে তুলেছিল। তবে চলতি মৌসুমে বর্তমান চ্যাম্পিয়নদের সেই আধিপত্য দেখা যাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচ জানিয়েছেন, বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদও ভালোভাবে আছে শিরোপা লড়াইয়ে।
গত আগস্ট থেকে লা লিগার শীর্ষেই ছিল বার্সেলোনা। কিন্তু গত সাত ম্যাচে হানসি ফ্লিকের দল মাত্র একটি জয় পাওয়ায় পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমে গেছে। নিজেদের সবশেষ লিগ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর শীর্ষস্থান হারায় তারা।

অন্যদিকে সেই ম্যাচ জিতে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে বছর শেষ করেছে আতলেতিকো। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা রিয়ালের সামনে সুযোগ আছে সাময়িকভাবে লিগের শীর্ষে যাওয়ার। শুক্রবার টেবিলের ১৯ নম্বরে থাকা ভালেন্সিয়ার মাঠে খেলতে নামবে আনচেলত্তির দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

গত মৌসুমে তালিকার দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। তবে এবার শীর্ষস্থান দখলের লড়াইয়ে তিনটি ক্লাব থাকায় ৯০ পয়েন্টের কমেও শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন আনচেলত্তি।

ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, “লা লিগার প্রতিযোগিতার মাত্রা শীর্ষে থাকা দলের জন্য প্রয়োজনীয় পয়েন্টের সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছে। আতলেতিকো থাকায় সেই অনিশ্চয়তা আরও বেড়েছে। আমি মনে করি, এবার ৯০ পয়েন্টের কমেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।”

বার্সেলোনার হঠাৎ ছন্দপতন বেশ অপ্রত্যাশিত ছিল বলে জানান আনচেলত্তি। তার মতে, ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকা দলটিরও শিরোপা জয়ের সুযোগ আছে।

আপনি একবার পিছিয়ে পড়েন এবং এরপর আবার আগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠেন। বার্সেলোনা ও আতলেতিকোর সামনে আমাদের সঙ্গে লড়াই করার সমান সুযোগ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়